বাংলার ভোর প্রতিবেদক
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এণ্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (ডিগ্রি পাস) সমমান প্রদানের দাবিতে যশোরে মানববন্ধন করা হয়েছে।
শনিবার সকালে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) যশোর শাখা। যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচিতে অংশ নেন বিপুল সংখ্যক শিক্ষার্থী।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘এইচএসসি পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই’ সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।
তারা অবিলম্বে তাদের ডিপ্লোমা কোর্সগুলোকে স্নাতক ডিগ্রির সমমান প্রদানের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
এ সময় বিডিএসএনইউ যশোরের সভাপতি বিপ্লব আলী, সাধারণ সম্পাদক রবিন মোল্ল্যা এবং নার্সিং ও মিডওয়াইফারির শিক্ষার্থী সবুজ চন্দ্র রায়, অনিছুর রহমান সজল, দীপ্র দেব, রমজান আলী, সাদিয়া আফরিন, শান্তা ইসলাম, তাসকিয়া জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্যে বলেন, উচ্চ মাধ্যমিক পাসের পর দীর্ঘ তিন বছর কঠোর প্রশিক্ষণ নেওয়ার পরেও ডিপ্লোমা নার্সরা স্নাতক ডিগ্রিধারীর সমতুল্য মর্যাদা পাচ্ছেন না। বক্তারা এই বিষয়টিকে পেশাগত বৈষম্য ও অবিচার হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান।
সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীরা আরও জানান, এই ন্যায্য অধিকারের জন্য তারা গত আট মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েও তারা বর্তমান প্রেক্ষাপটে বৈষম্যের শিকার হচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন শিক্ষার্থীরা।
কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল থেকে যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের সকল প্রকার ক্লাস, পরীক্ষা, ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং ইন্টার্ন ডিউটিসহ সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন তারা।
উল্লেখ্য, এই আন্দোলন কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে এবং সারাদেশের ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা একই দাবিতে সোচ্চার রয়েছেন।