বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার বেলা ১১টায় কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব মনোয়ারা ইশরাত ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে বেশি প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ধূমপানের ক্ষতি সম্পর্কে বেশি বেশি প্রচারণা চালাতে হবে। সেই সাথে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। ধূমপানের কারণে সমাজ ও পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব সানজিদা শরমিন রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান প্রমুখ।
শিরোনাম:
- যশোরে এনসিপির লিফলেট বিতরণ
- যশোরে দুদিনে ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
- দেশ অনিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে : নার্গিস বেগম
- কল্যাণকর রাষ্ট্র কায়েমে কাজ করুন : অধ্যাপক গোলাম রসুল
- ডেঙ্গু প্রতিরোধে যশোর কেন্দ্রীয় কারাগারে মশক নিধন অভিযান
- চিত্রা মডেল কলেজে রোস্তম আলী মোল্যার ৫ লাখ টাকা অনুদান
- যশোরে মাদককারবারি আটক
- যশোরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু ১৯ জুলাই