বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জাতীয় তামাক মুক্ত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও ধুমপান বিরোধী কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পিপলস্ অর্গানাইজেশন ফর ইন পাওয়ার জোট (পোফ) সংস্থার কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সিনিয়র হিসাব রক্ষক কর্মকর্তা আকরাম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন প্রশিক্ষিত যুব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক জামিউল ইসলাম ডাবলু। অনুষ্ঠান পরিচালনা করেন পোফ’র নির্বাহী পরিচালক হাসান হাফিজুর রহমান।
এ সময় বক্তারা মাদকের কুফল সম্পর্কে বক্তব্য দেন। বক্তারা বলেন, সরকার তামাক বন্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না। তামাক কোম্পানির সাথে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা জড়িত। সরকারি কর্তাদের তামাক কোম্পানির সাথে এই সু সম্পর্ক দূর করতে হবে। যুব সমাজকে তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে। বর্তমানে অধিকহারে ব্যবহৃত ইলেকট্রনিক মাদকদ্রব্য বা মাদক সেবনের উপকরণ আমদানি ও দেশের ভিতরে পরিবেশন বন্ধ করতে হবে।
আলোচনা সভা শেষে ধুমপান বিরোধী কবিতা আবৃত্তি করেন পিডিটি এর বন্ধু তন্নী, মীম, উর্মি ও আয়ান।