বাংলার ভোর প্রতিবেদক
চিহ্নিত তিন উড়ন্ত ছিনতাইকারীকে আটক করেছে যশোরের কোতোয়ালি থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত অ্যাপাচি ফোর-ভি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন, যশোর শহরতলির বিরামপুর পশ্চিমপাড়ার জাহিদ খানের ছেলে আকাশ খান, বিরামপুর হাফেজপাড়ার রফিকুল ইসলামের ছেলে জিসান খান ও বিরামপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে আমিনুর রহমান। শনিবার রাত ও রোববার দুপুরে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

মামলার অভিযোগে জানা গেছে, গত ২২ অক্টোবর রাত আটটার পর যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের দেবদাস কাজ শেষে বাইসাইকেলে শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা রোড কাঁঠালতলা এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে করে আসা তিন জন তার হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় দেবাশীষ দাস কোতোয়ালি থানায় একটি জিডি করেন। ওই জিডির সূত্র ধরে শনিবার রাতে প্রথমে আকাশ খানকে আটক ও তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি অ্যাপাচি ফোর-ভি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এরপর রোববার দুপুরে আকাশের দেয়া তথ্যের ভিত্তিতে তার অপর দুই সহযোগীকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। রোববার দুপুরে এ ঘটনায় সদরের পাচবাড়ি গ্রামের কোচারীপাড়ার ভুক্তভোগী দেবাদাস বাদী হয়ে এ মামলা করেছেন। আটক ৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version