বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে শুরু হয়েছে তিন দিনের শিল্পকর্ম প্রদর্শনী। নান্দনিক চারুকলা কেন্দ্র এর আয়োজন করেছে। বুধবার বিকেলে সিরাজগঞ্জ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রওশন আলম এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
বিশিষ্ট লেখক ও শিল্পী মফিজুর রহমান রুন্নু, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস, আয়োজক সংগঠন নান্দিকের সভাপতি কাজী এমদাদুল হক ও সাধারণ সম্পাদক কৃষি গৌতমসহ শিল্পীরা এ সময় উপস্থিত ছিলেন।
‘শৈল্পিক আবহে নান্দনিক জীবনচর্চায় আমরা ব্রতী’ প্রতিপাদ্যকে ধারণ করে অনুষ্ঠিত হচ্ছে এই শিল্পকর্ম প্রদর্শনী। সংগঠনটির সদস্য শিল্পীদের আঁকা মোট ৩২ টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।