বাংলার ভোর প্রতিবেদক
সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া পূর্ব পাড়ার এক বাড়িতে গভীর রাতে দস্যুতার ঘটনা পুলিশ চুরি মামলা হিসেবে নথিভুক্ত করেছে। ওই গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী শাহানা বেগমের দায়ের করা এজাহার শনিবার দুপুরে মামলা হিসেবে রের্কড করা হয়। মামলায় আসামি করা হয়, ঝাউদিয়া (পূর্বপাড়া) এলাকার বিল্লাল হোসেনসহ অজ্ঞাতনামা ২জন।
মামলায় বাদী উল্লেখ করেন, ১৩ মার্চ রাত ১০ টায় শাহানা বেগম ও তার পরিবারের লোকজন রাতে খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে শুয়ে পড়েন। ওই দিন দিবাগত রাত অনুমান ২ টার সময় শাহানা বেগম বাড়ির বারান্দার গ্রিল কেটে গোপনে বাড়িতে ওই আসামিসহ অজ্ঞাতনামা আসামির প্রবেশ করে।
গ্রিল কাটার শব্দে শাহানা বেগমের ঘুম ভেঙে গেলে দস্যু বিল্লাল হোসেন তার হাত ও মুখ বাধে এবং মুখে ঘুষি মারে। শাহানা বেগমের ছেলের বউ স্বপ্নাকে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে চাবি নিয়ে আলমারি খুলে আলমারিতে রক্ষিত ২২ লাখ টাকা মূল্যের ২০ ভরি স্বর্ণালংকর নগদ ৩ নলাখ টাকাসহ জমির দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। চলে যাবার পর শাহানা বেগমের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে বিষয়টি শোনে।
পরে স্থানীয় ভাবে আলোচনা করে শাহানা থানায় এসে এজাহার দায়ের করলে পুলিশ দস্যুতা মামলা চুরি মামলা হিসেবে নথিভুক্ত করেন।