বাংলার ভোর প্রতিবেদক
ব্যঞ্জন যশোরের আয়োজনে ব্যঞ্জন উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় যশোর জেলা শিল্পকলা এডামেডিতে দুই দিন ব্যাপি এই উৎসবের উদ্বোধন করা হয়।
উদ্বোধনের দিন আসাদুল ইসলামের রচনায়, আসিফ খানের নির্দেশনায় নিখোঁজ নাসিকা নাটক দর্শকদের আকৃষ্ট করে।
উপস্থিত অতিথিবৃন্দ ও দর্শক শ্রোতা মন্ত্রমুগ্ধের মত নাটক উপভোগ করেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দা বানু শিল্পী, সাহিত্য পরিষদ যশোরের সভাপতি শাহীন ইকবাল, শব্দ থিয়েটারের সভাপতি মোস্তাক আহমেদ পলাশ, পরিচালক মাসুদ জামান, বিবর্তন যশোরের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রনি, সপ্তসুর যশোরের সাধারণ সম্পাদক মামা রফিক, ব্যঞ্জন যশোরের সাবেক সভাপতি নাসির উদ্দিন মিঠু এবং নাজিম উদ্দিন প্রমুখ।
ব্যঞ্জন যশোরের সাধারণ সম্পাদক আসিফ খান বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও ব্যঞ্জন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। দুই দিনব্যাপি এই উৎসবে শেষ গহ্বর নাটকের মাধ্যমে শেষ হবে।

