বাংলার ভোর প্রতিবেদক

বুধবার রাতে যশোর শহরের পুরাতন কসবা বিবি রোড শিশু একাডেমির পাশে আব্দুল্লাহ হোসেন হৃদয় (২২) ও আব্দুল আল খালিদ (১৮) নামে দু’ যুবক ছুরিকাহত হয়েছেন।

ডিবি পুলিশ দিয়ে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে ধরিয়ে দেয়ার জের ধরে এ ঘটনা ঘটে।

আহত আব্দুল্লাহ হোসেন হৃদয় এবং আব্দুল্লাহ আল খালিদ পুলিশ লাইন লিচুবাগান এলাকার বাসিন্দা।
হৃদয় জানিয়েছেন, রাত ৯টার দিকে তারা দুইজন শিশু একাডেমির পাশে আম বাগানে দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই এলাকার কিশোরগ্যাংয়ের সদস্য জিসান ও সানিমসহ কয়েকজন এসে অতর্কিত তাদের উপর হামলা চালায় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যান।

জিসান জানিয়েছেন এক সপ্তাহ আগে রায়হান নামে কিশোর গ্যাংয়ের সদস্যকে তিনি ডিবি পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিলেন। ওই ঘটনার জের ধরে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদেরকে ছুরিকাঘাত করে।

আহতদের যশোর ২৫০ শয্যা সাথে ভর্তি করা হয়েছে।

Share.
Exit mobile version