বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের মুসলিম একাডেমি স্কুলের পাশে এক নার্সারির সামনে ছুরিকাঘাতে আহত হয়েছে নবম শ্রেণির দুই শিক্ষার্থী। পূর্ব শত্রুতার জেরে সোমবার  সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুই ছাত্র হলেন, সাজিদ (১৫) এবং বাইজিদ শিকদার (১৫)। সাজিদের বাড়ি ফরিদপুর জেলার টেকেরহাট এলাকায় হলেও বর্তমানে তিনি যশোরের ঘোপ নোয়াপাড়া এলাকার শরিফুলের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকেন। অপরদিকে, বাইজিদের বাড়ি যশোর শহরের ঘোপ, রাজুর বাড়ির সামনে এলাকায়। উভয়েই মুসলিম একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তাদের বন্ধু আকাশকে যশোর জেলা স্কুলের ছাত্র ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় সাজিদ ও বাইজিদ বাধা দিলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে ছুরি হামলা চালায়। ছুরিকাঘাতে তারা পায়ে গুরুতরভাবে আহত হয়। পরে মুসলিম একাডেমির শিক্ষকরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version