বাংলার ভোর প্রতিবেদক
যশোরে দুর্ঘটনায় আহত মাকে দেখে হার্ট অ্যাটাক পলাশ ধর (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত পলাশ ধর যশোর শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা। যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডাইনিং সহকারী সীমা ধর (৬৫) সোমবার বিকেলে কর্মস্থল থেকে সিএনজি গাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে চুড়ামনকাটি নামক স্থানে পৌঁছালে একটি অ্যাম্বুলেন্সের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সীমা ধর গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ছেলে পলাশ ধর মাকে দেখতে হাসপাতালে যান। এ সময় মায়ের শরীরের রক্ত দেখে মাথা ঘুরে পড়ে যান পলাশ। তখন মহিলা সার্জারি ওয়ার্ডের লোকজন তাকে জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন পলাশ হার্ট অ্যাটাক করে মারা গেছেন।

Share.
Exit mobile version