বাংলার ভোর প্রতিবেদক
যশোরে দোকানের বকেয়া টাকা চাওয়ায় দোকানি শেখ শামিমুর রহমান উজ্জল (৪১) কে
পিটিয়ে আহত করেছে স্থানীয় দুবৃত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলাবার বিকেলে সদরের রামনগর রাজারহাট মোড় এলাকায়। তিনি রামনগর নমেজ সরদার মাধ্যমিক
বিদ্যালয়ের পাশে স্কুল পাড়ার বাসিন্দা। এই ঘটনায় তার দোকানের কর্মচারী একই এলাকার আরিফ হোসেনকেও তারা পিটিয়ে আহত করেছে। বর্তমানে তারা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গুরুত্বর অবস্থায় ভর্তি রয়েছেন।
আহত উজ্জল জানান, তার রাজার হাট মোড়ে পেট্রোল পাম্পের পিছনে চা ও মুদিখানার দোকান রয়েছে। দোকানের পাশে পলাশ নামে এক ব্যাক্তি তার দোকান হতে বাকি কেনাকাটা করে। বাকি টাকা চাওয়ায় তার সাথে তর্কাতর্কি হয়। একপর্যায়ে পলাশসহ রামনগর দক্ষিন পাড়ার বাসিন্দা সোহান ও আরোও ৩ থেকে ৪জন তার দোকানেএসে দোকান ভাঙচুর ও তাকে পিটিয়ে আহত করে। এ সময় তার দোকানের কর্মচারী আরিফ এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করে দ্রুত পালিয়ে যায় তারা।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তাদের মধ্যে
উজ্জ্বলের অবস্থা গুরুতর। তার মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে চাপা আঘাতের চিহ্ন রয়েছে। ২৪ ঘন্টা পার না হলে কিছু বলা যাচ্ছে না।