বাংলার ভোর প্রতিবেদক
যশোরে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীসহ সকল শহিদদের স্মরণে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মোবারককাটি কোলনির মোড়ে যশোরের রামনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে আমির অধ্যাপক গোলাম রসুল।

প্রধান অতিথি তার বক্তৃতায় আগামী দিনে ইনসাফ ভিত্তিক একটি দেশ গড়ার জন্য আল্লামা সাঈদীর তাফসির মাহফিলগুলো শোনার আহবান জানান। ইউনিয়ন আমির অধ্যাপক মুছাহাক আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, সদর থানা জামায়াতের আমির অধ্যাপক আশরাফ আলী, থানা সুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম। বক্তৃতা করেন থানা যুব বিভাগের সমাজকল্যাণ সম্পাদক সাহাজুর রহমান, ১ নম্বর ওয়ার্ড সভাপতি ডাক্তার ইসমাইল হোসেন, ২ নম্বর ওয়ার্ড সভাপতি অধ্যাপক কামরুজ্জামানসহ ওয়ার্ড ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে আল্লামা সাঈদীসহ সকল শহীদদের জন্য দোয়া পরিচালনা করেন স্থানীয় রহমানিয়া জামে মসজিদের ইমাম মাওলানা মিরাজুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version