বাংলার ভোর প্রতিবেদক
যশোরের নতুন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম যোগদান করেছেন। শনিবার সকালে তিনি যশোরের সদ্য বিদায়ী পুলিশ সুপার রওনক জাহানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। সৈয়দ রফিকুল ইসলাম জামালপুরের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে যশোরের পুলিশ সুপার রওনক জাহানকে বদলি করে শরীয়তপুরে পাঠানো হয়েছে। গত বুধবার দেশের ৬৪টি জেলার পুলিশ সুপারদের পদায়ন ও রদবদলের প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। এ উপলক্ষে নতুন পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ ও বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা দেয়া হয় যশোর জেলা পুলিশের পক্ষ থেকে।

এদিকে, নতুন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম যোগদানের পর সালামি গ্রহণ করেন। জেলা পুলিশ সুপার কার্যালয়ে একটি পরিচিতি সভার আয়োজন করা হয়। এ সময় তিনি জেলা পুলিশের কর্মকর্তা ও থানার প্রধানদের সঙ্গে পরিচিতি সভা এবং সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। জেলার আইনশৃঙ্খলার উন্নয়নে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান সৈয়দ রফিকুল ইসলাম ।

Share.
Exit mobile version