বাংলার ভোর প্রতিবেদক
যশোরে নান্নু চৌধুরি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ৯৪ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। শনিবার বিকেলে শহরের রবীন্দ্রনাথ সড়কে(আরএন রোড) অবস্থিত সংগঠনটির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এই শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নান্নু ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য সচিব শহীদ আনোয়ার। এছাড়াও আলোচক হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টের সদস্য চৌধুরি মাহমুদ রেজা এবং গোলাম ফারুক লিটন।
ট্রাস্টের সদস্য কাজী আব্দুল বাসেতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক শ্রেণি পর্যন্ত মোট ৯৪ জন শিক্ষার্থীকে ২ লাখ ৮৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাডভোকেট আজিজুর রহমান সাবু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নান্নু চৌধুরি ওয়েলফেয়ার ট্রাস্ট শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করে আসছে। এই শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যেতে উৎসাহিত করবে এবং তাদের ভবিষ্যৎ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।