বিবি প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনের বিভিন্ন স্থানে নির্বাচনী সভা ও গণসংযোগ করেছেন এমপি কাজী নাবিল আহমেদ। গতকাল সন্ধ্যায় খালধার রোডে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
সমাবেশে কাজী নাবিল আহমেদ বলেন, নৌকায় ভোট দিলে দেশের উন্নয়নের গতি ঠিক থাকবে। তাই সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসতে হবে। নৌকার বিজয় হলে শেখ হাসিনার বিজয় হবে। তাই ৭ জানুয়ারি সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দেয়ার কোনো বিকল্প নেই।
জেলা আওয়ামী লীগ সদস্য ও পৌরসভার দুই নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কামাল হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, বীরমুক্তিযোদ্ধ একেএম খায়রাত হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক কাজী বর্ণ উত্তম, জেলা মহিলা লীগ সভাপতি লাইজুজ্জামান ও জেলা যুবমহিলা লীগ সভাপতি মঞ্জুন্নাহার সোনালী।
এর আগে ইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর মোড়ে পথসভায় কাজী নাবিল আহমেদ বক্তৃতা করেন। ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবলীগ নেতা মাজহারুল ইসলাম মাজহারের সঞ্চলনায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু ও জেলা মহিলা লীগ সভাপতি লাইজুজ্জামান।
হাশিমপুর বাজারের পথসভায় ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চলনায় বক্তৃতা করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল ও জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনিন সোনালী।
ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন ইছালী ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌসী ইয়াসমিন ও যুবলীগ নেতা ফেরদৌস হোসেন বাবু। এছাড়াও, কাজী নাবিল আহমেদ রাজাপুর মোড় ও শুড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে পথসভা শেষে সাধারণ মানুষের কাছে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন।
এদিকে, সকালে যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে বীরমুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন এমপি কাজী নাবিল আহমেদ। সভায় আরও বক্তৃতা করেন বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, রবিউল আলম, মুজহারুল ইসলাম মন্টু, আবুল হোসেন এবং আফজাল হোসেন দোদুল।
শিরোনাম:
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কম্বল বিতরণ
- দেয়াড়া স্বেচ্ছাসেবক দলের কম্বল বিতরণ
- জমকালো ও ব্যতিক্রমী আয়োজনে সম্পন্ন হলো নান্দিকের ‘চারুসঙ্গ ২৪
- যশোরের মুখ উজ্জ্বল করা তামিমের হাত ধরেই আসবে বিশ্বকাপ : জেলা প্রশাসক
- যশোরে কর্মী সম্মেলন সফল করতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ
- ঝিকরগাছা অবহতিকরণ সভা অনুষ্ঠিত
- কালীগঞ্জে আন্তঃইউনিয়ন ভলিবলে জামাল ইউনিয়ন চ্যাম্পিয়ন
- খুলনায় সাউণ্ড লাইট ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন