বাংলার ভোর প্রতিবেদক

যশোরের বেনাপোলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে উল্টে ১০ যাত্রী আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কে চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকনুজ্জামান জানান, যশোর থেকে যাত্রী নিয়ে বেনাপোলে যাচ্ছিল লোকাল বাসটি।

এ সময় যশোর-বেনাপোল মহাসড়কের চারাবটতলা এলাকায় অপর দিক থেকে আসা পরিবহনকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে উল্টে পড়ে। এতে ৮ থেকে ১০ জন আহত হন। যাত্রীদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, যশোরের নাভারন বাজারের কাছে, যশোর-বেনাপোল হাইওয়েতে একটি বাস দুর্ঘটনায় আহতরা নাভারন হেলথ কমপ্লেক্সে আসেন। তাদের এখানে জরুরি চিকিৎসা সেবা দেয়া হয়েছে এবং গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে হাসপাতালে পাঠানো হয়েছে।

Share.
Exit mobile version