বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশের পর চাঁচড়ায় দুই পক্ষের সহিংসতায় গুরুত্বর আহত সাকিব হোসেন (১৮) মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকার এ ওয়ান নামের একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে স্বজনরা লাশ চাঁচড়া মধ্যপাড়ায় নেয়। খবর পেয়ে পুলিশ লাশ যশোর সদর হাসপাতাল মর্গে আনে। ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নিহত যুবক সাকিব ওই গ্রামের বাসিন্দা। তিনি দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের কর্মী ছিলেন।

নিহতের স্বজনরা জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে চাঁচড়ায় বিজয়ী প্রার্থী তৌহিদুল চাকলাদার ফন্টুর কর্মী সমর্থকরা বিজয় মিছিল বের করে। এ সময় দোয়াত-কলমের ৫/৬ জন কর্মী তাদের ওপর হামলা করে। কয়েকজনকে ছুরিকাঘাতও করা হয়। এ সময় স্থানীয় জনতা তাদের ধাওয়া করে। কিন্তু সাকিব পালাতে পারেনি। সে জনতার পিটুনি খেয়ে ধরাশায়ী হয়ে পড়ে। এক পর্যায়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে স্বজনরা। ওই রাতেই তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।

অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় নেয়া হয় কিন্তু একটি দালাল চক্রের খপ্পরে পড়ে সাকিবের স্বজনরা। তাকে ঢাকা মেডিকেলে না নিয়ে চক্রটি এ ওয়ান নামের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কিশোর সাকিব মারা যায়।

এদিকে, তার মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশংকা আবারো দু’পক্ষ সংঘর্ষে জড়াতে পারে।

Share.
Exit mobile version