বাংলার ভোর প্রতিবেদক
নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক নেতাকে যশোর সদর উপজেলা থেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তির নাম তিতাস উদ্দিন। সে কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক এবং ঢাকা উত্তর মহানগর শাখার সহ-সভাপতি হিসেবে পরিচিত ছিলেন।

বৃহস্পতিবার ভোরে যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া থেকে তাকে আটক করা হয়। তিতাস উদ্দিন ওই গ্রামের বাসিন্দা।

ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁঞা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস তার নিজ বাড়িতে অবস্থান করছেন এবং গোপনে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করছেন।

এই সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় এবং ভোর ছয়টার দিকে সুলতানপুর বাবুপাড়া থেকে তাকে আটক করে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি মঞ্জুরুল হক ভূঁঞা জানান।

উল্লেখ্য, আটককৃত তিতাস উদ্দিনের বিরুদ্ধে নারী ঘটিত নানা অভিযোগ রয়েছে বলে জানা গেছে। এ সংক্রান্ত একটি মামলাও আদালতে বিচারাধীন ছিল। এই আটকের ঘটনা চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে যশোরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version