বিবি প্রতিবেদক
যশোরে দ্রুতগতির খুলনা-কুষ্টিয়া রুটের গড়াই পরিবহনের ধাক্কায় মনিরুজ্জামান সোহেল (৩৬) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সদরের বারীনগর বাজারের উত্তর প্রান্তে মানিকদিহি নামক স্থানে। নিহত সোহেল সদর উপজেলার হৈবতপুরের সমসপুর গ্রামের বাসিন্দা। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ভ্যানচালক সোহেল সমসপুর থেকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল বাজারে যাচ্ছিলেন। প্রতিমধ্যে সদরের বারীনগর বাজারের উত্তর প্রান্তে মানিকদিহি নামক স্থানে পৌঁছলে পিছন থেকে একটি গড়াই বাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হেমন্ত পোদ্দার জানান, হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হওয়ায় ও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
শিরোনাম:
- সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা’র র্যালি সমাবেশ
- কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ
- পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- ইসলামী ব্যাংকের এটিএম বুথ প্রত্যাহার : ব্যবসায়ীদের মানববন্ধন
- মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র্যালি ও আলোচনা সভা
- বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- শার্শার ডিহিতে বিএনপির কর্মী সম্মেলন ও আলোচনা সভা
- প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বেনাপোলে যুবদলের প্রস্তুতি সভা