বাংলার ভোর প্রতিবেদক 

যশোরে পাওনা টাকা চাওয়ায় আবু বক্কার (৫৩) নামে ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কার ওই গ্রামের মৃত হোসেন কবিরাজের ছেলে। ঘটনার পরে অভিযুক্ত নির্মল কুমার (৪৫) ও তার স্ত্রী সরস্বতী বিশ্বাস (৩৮) পালিয়ে যায়। পরে অভিযুক্তদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় উত্তেজিত জনতা।

পুলিশ জানিয়েছেন, আবু বক্কার কিছুদিন আগে নির্মল কুমার নামের এক ব্যক্তির কাছে বাকিতে মুরগি বিক্রি করেন। মঙ্গলবার দুপুরে আবু বাক্কার বাকি টাকা চাইতে গেলে নির্মল কুমার ও তার স্ত্রীর সঙ্গে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে স্বামী-স্ত্রী ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করেন।

পরে প্রতিবেশীরা আহত অবস্থায় আবু বক্কারকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার পর অভিযুক্ত স্বামী-স্ত্রী পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা তাদের পুলিশে দেয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত বলেন, পাওনা টাকা সংক্রান্ত বিষয় একটি হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্তদের আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version