প্রতিবেদক
গতকাল সকালে যশোর শহরতলীর ধর্মতলা জনতা স’মিলের সামনে পাওনা টাকা চাওয়ায় শেখ রিপন হোসেন (৪৫) নামে এক চা দোকানিকে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি সদরের আরবপুর খোলাডাংগা এলাকার বাসিন্দা।
আহত রিপন জানান, সদরের ধর্মতলা জনতা স’মিলের সামনে তার চায়ের দোকান থেকে সুমন হোসেন, রিমন হোসেন ও মামুন ক নিয়মিত বাকিতে চা-সিগারেট নেন। পুনরায় তারা গতকাল বাকিতে চা সিগারেট নিতে চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এ সময় সুমন হোসেন, রিমন হোসেন ও মামুনসহ আরো দুই থেকে তিনজন তার দোকান ভাঙচুর করেন। এতে বাধা দিলে তারা তাকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, তার বাম হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশংকামুক্ত।
শিরোনাম:
- লন্ডন ছেড়েছেন তারেক রহমান
- আজ শুভ বড়দিন
- তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন : যশোর থেকে গেলেন অর্ধলক্ষাধিক নেতাকর্মী
- মণিরামপুরে ১২৮ টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত
- যশোর-৫ জমিয়তকে ছেড়ে দেয়ায় মণিরামপুরে বিএনপির বিক্ষোভ
- মনিরামপুরে উপজেলা দিবসে চার গুণীজনকে সম্মাননা প্রদান
- যশোর-৫ ইকবাল আউট, রশীদ বিন ওয়াক্কাস ইন, ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা
- যশোর-৪ ও ৫ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ

