বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে বিষপান করে সম্পা খাতুন (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সম্পা খাতুন রামনগর এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সঙ্গে অভিমান করেন সম্পা খাতুন। একপর্যায়ে তিনি নিজ বাড়িতে বিষপান করেন। পরে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে তাকে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বর্তমানে নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

