বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার শহরের লালদীঘিপাড়ে শ্রী শ্রী হরিসভা মন্দিরে এ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের উপাধ্যক্ষ শ্রীমৎ স্বামী আত্মবিভানন্দজী মহারাজ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, আপনি যদি ঘৃণা দেন ঘৃণা ফিরে আসবে, ভালোবাসা দিলে ভালোবাসা। মানুষের মন থাকলে যে সমাজসেবা করা যায়, তা আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প একটি উদাহরণ। বর্তমান সময়ে বিনামূল্যে এ ধরনের সেবা করার মত মানুষ পাওয়া দুষ্কর। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোরের আয়োজনে দিবসব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার মাধ্যমে অসহায় মানুষের উপকার হবে। সংগঠনটির এ ধরণে কার্যক্রম সামনে দিনে আরও বেশি করে করার আহবান জানান তারা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকার দাস রতন। সঞ্চলনা করেন সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দুলাল সমাদার, যুগ্ম সম্পাদক রতন আচার্য, সদস্য বাবু হালদার, যশোর মেডিকেল কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক ডা. প্রকাশ চন্দ্র মজুমদার, ডা. প্রীতম দাস, ডা. ডিলাক্স অন্তÍÍু হালদার প্রমুখ।