বাংলার ভোর প্রতিবেদক
তিন দিনব্যাপি পূবালী ব্যাংক ডিজিটাল রিটেইল ব্যাংকিং প্রোডাক্ট ক্যাম্পেইন শুরু হয়েছে।
রোববার দুপুরে যশোর সিটি কলেজ ক্যাম্পাসে ডিজিটাল বুথ উদ্বোধন করেন সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেলোয়ার হোসেন মোল্লা। এ সব উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের বিভাগীয় প্রধান রবিউল আলম। খুলনা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান শেখ মোহাম্মদ সামছুদ্দোহা।
পরে কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় ‘ফিনানশিয়াল লিটারেসি” শীর্ষক আলোচনা সভা।
পূবালী ব্যাংক পিএলসি বিসিক শাখার ব্যাবস্থাপক মোহাম্মদ উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, পূবালী ব্যাংকের মোবাইল অ্যাপ্লিকেশন প্রায় ৫ লাখ গ্রাহককে ঘরে বসেই ব্যাংকিং সুবিধা দিচ্ছে। এই অ্যাপের মাধ্যমে এক ক্লিকে ব্যালান্স চেক, ফাণ্ড ট্রান্সফার, বিল পেমেন্ট, মোবাইল রিচার্জসহ আরও নানা সেবা পাওয়া যাচ্ছে। ব্যাংকে বর্তমানে ৫০৮টি শাখা, ২৩১ টি উপশাখা, ৮ টি ইসলামিক শাখা, ২২ টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো, ৭০৬টি এটিএম ও সিআরএম বুথ এবং ১৭,০০০ মার্চেন্ট পস ডিভাইস এর মাধ্যমে দেশের সর্বত্র বিস্তৃত সেবা প্রদান করছে।