বাংলার ভোর প্রতিবেদক

যশোরে পৃথক স্থানে প্রতিপক্ষের হামলা তিন জন আহত হয়েছেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছি দাঁ দিয়ে শফিয়ার রহমান (৪৫) নামে একজনকে কুপিয়ে জখম করেছে স্থানীয় প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে আজ (শুক্রবার) সকালে সদরের দেয়াড়ার আরিচপুর গ্রামে। তিনি ওই গ্রামের বাসিন্দা।

আহত শফিয়ার জানান, জমি জায়গা সংক্রান্ত জেরে একই এলাকার ইনা ও বাবুর সাথে তার তর্কবিতর্ক হয়। একপর্যায়ে তারাসহ আরো কয়েকজন তার উপরে অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে ইনা ও বাবু গাছি দাঁ দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ও কোপানোর চিহ্ন রয়েছে। তার অবস্থা আশংকাজনক।

এদিকে যশোরে ইট দিয়ে আঘাত করে তাসিম হোসেন (১৮) নামে এক যুবককে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের বারান্দিপাড়া বউ বাজার এলাকায়।

আহত তাসিম জানান, তিনি ব্যক্তিগত প্রয়োজনে বাড়ির সামনের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একই এলাকার জাকিরের ছেলে মিরাজসহ অজ্ঞাত ৩ থেকে ৪ যুবক তাকে ইট দিয়ে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভাশিষ রায় জানান, তার বাম চোখে গুরুত্বর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি আশংকা মুক্ত রয়েছেন।

এছাড়াও যশোরের বাঘারপাড়ায় পাওনা টাকা চাওয়ায় হাসান বিশ্বাস (৩৫) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে স্থানীয় দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বাঘারপাড়ার জামদিয়া গ্রামে। তিনি ওই গ্রামের বাসিন্দা। শুক্রবার দুপুরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তাকে নিয়ে আসে।

আহত হাসান জানান, একই এলাকার আনারুল ইসলামের কাছে দীর্ঘদিন তিনি বকেয়া টাকা পাইতেন। তার কাছে পাওনা টাকা চাইলে তিনিসহ চার থেকে পাঁচ জন তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তার পেটেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ও কোপানোর চিহ্ন রয়েছে। তার অবস্থা আশংকাজনক।

Share.
Exit mobile version