নিজস্ব প্রতিবেদক
জাতীয় প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে শনিবার যশোরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে চিত্রাঙ্কন, নাচ, গান এবং হস্তশিল্পের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন (আইডব্লিউএফ) এবং সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা। বিশেষ
অতিথি ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও পিকেএস’র যুগ্ম সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা।
উপস্থিত ছিলেন আইডব্লিউএফ জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার সাইফুদ্দৌলা, পিকেএস’র সহ সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান তরফদার, কোষাধ্যক্ষ মাহফুজুল হক ফারুক, সদস্য আতিয়ার রসুল ও মাহবুবুল রহমান। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নাচ, গান আর চিত্রাঙ্কন পরিবেশনকরেন। পরে হস্তশিল্প প্রতিযোগিতার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। এর আগে পরিবার কল্যাণ
সমিতির আয়োজনে চক্ষু পরীক্ষা ও বিনামূল্যে চশমা বিতরণ করেন যশোর জেলা সমাজসেবা অফিসের উপ- পরিচালক অসিত কুমার সাহা। এছাড়া প্রতিযোগিদের মাঝে শিক্ষা সামগ্রি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শিরোনাম:
- কোটচাঁদপুর সরকারি কলেজ ছাত্রশিবিরের নবীণবরণ
- হাইকোর্টের আদেশ উপেক্ষা : ফ্যাসিস্টের রিপ্লেসে ‘দখল’ যশোর সিটি ক্যাবল
- যশোরে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- মণিরামপুরের গৃহবধূকে আত্মহত্যা প্ররোচনা স্বামী-শ্বশুরের নামে চার্জশিট
- চোখে ‘শর্ষে ফুল’ দেখা সাজেদার এখন ফুলেল জীবন
- মৌমাছি স্কুলে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
- যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি সংবর্ধনা
- সংগ্রামী রূপা খাতুনের সাবলম্বী হওয়ার গল্প