নিজস্ব প্রতিবেদক
জাতীয় প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে শনিবার যশোরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে চিত্রাঙ্কন, নাচ, গান এবং হস্তশিল্পের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন (আইডব্লিউএফ) এবং সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা। বিশেষ
অতিথি ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও পিকেএস’র যুগ্ম সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা।
উপস্থিত ছিলেন আইডব্লিউএফ জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার সাইফুদ্দৌলা, পিকেএস’র সহ সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান তরফদার, কোষাধ্যক্ষ মাহফুজুল হক ফারুক, সদস্য আতিয়ার রসুল ও মাহবুবুল রহমান। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নাচ, গান আর চিত্রাঙ্কন পরিবেশনকরেন। পরে হস্তশিল্প প্রতিযোগিতার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। এর আগে পরিবার কল্যাণ
সমিতির আয়োজনে চক্ষু পরীক্ষা ও বিনামূল্যে চশমা বিতরণ করেন যশোর জেলা সমাজসেবা অফিসের উপ- পরিচালক অসিত কুমার সাহা। এছাড়া প্রতিযোগিদের মাঝে শিক্ষা সামগ্রি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শিরোনাম:
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে
- অভয়নগরে রবিউল হত্যা ওয়াহিদুলের রিমান্ড মঞ্জুর
- যশোর চেম্বার অব কমার্স সভাপতি মিজান খান ও সম্পাদক সোহান নির্বাচিত
- কেশবপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন ধরানো অনুষ্ঠান ও পরিচিত সভা