বাংলার ভোর প্রতিবেদক:
জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে যশোরের মুড়লীস্থ হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ায় অংশিজনের অংশগ্রহণে স্টেক হোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের আয়োজনে ২০২৩-২০২৪ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের নিমিত্ত সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের অংশগ্রহণে রোববার সকালে যশোরে হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ায় অনুষ্ঠিত হয়।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার ৯ নং ওয়ার্ড কমিশনার এ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁচড়া ইউনিয়ন চেয়ারম্যান সেলিম রেজা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি জনাব দীপংকর দাস রতন, বিশিষ্ট সমাজ সেবক চাঁচড়া শিবমন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক সচিন্দ্রনাথ গাইন, সংরক্ষিত পুরাকীর্তি হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ার সভাপতি অধ্যাপক পরিতোষ কুমার বিশ্বাস, যশোর প্রেসক্লাব যশোরের সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, সাংবাদিক সাজেদ রহমান, যশোর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লুতফর রহমান সরদার প্রমুখ।
প্রত্নতত্ত্বস্থলের এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উক্ত অংশিজনের সভায় অংশগ্রহণ করে পুরাকীর্তি সম্পর্কে অংশিজনের মতামত প্রদানের পাশাপাশি, প্রত্যাশিত সেবা কার্যক্রম সম্পর্কে সেবা গ্রহীতার অভিযোগ ও প্রতিকার, সেবামানে সন্তুষ্টি, অসন্তুষ্টি, সেবা সহজিকরণ, সিটিজেন চার্টার, পুরাকীর্তি সংরক্ষণ পরিকল্পনা , সংস্কার সংরক্ষণ পরিকল্পনা, সাইট ব্যবস্থাপনা, পুরাকীর্তি সুরক্ষা ও প্রতিরক্ষামূলক সাইট ব্যবস্থাপনা আলোচনা অংশীজনের আলোচনা অনুষ্ঠিত হয়।