বাংলার ভোর প্রতিবেদক
প্রাথমিক শিক্ষা খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মানোন্নয়ন নিশ্চিত করতে যশোরে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে অধিপরামর্শ সভা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার মাহিদিয়া, পাঁচবাড়িয়া, বালিয়াডাংগা, মধুগ্রাম ও ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সভা হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) ও জেলা প্রাথমিক শিক্ষার যৌথ আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন সনাক যশোরের সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরী। সভায় স্থানীয় অংশীজন পরিচালিত কমিউনিটি মনিটরিং প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। কমিউনিটি মনিটরিং প্রতিবেদনে মাহিদিয়া প্রাথমিক বিদ্যালয়ে সৃষ্ট পদে শিক্ষক নিয়োগ, মধুগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে দ্রুত প্রধান শিক্ষক পদায়ন, ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ টিনশেড অপসারণ ও পাঁচবাড়িয়া বালিয়াডাংগা বিদ্যালয়ে আয়া নিয়োগ সংক্রান্ত সুপারিশমালা উপস্থাপন করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘সনাকের সুপারিশের প্রেক্ষিতে মাহিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইতোমধ্যে সহকারী শিক্ষকের একটি পদ সৃষ্টি করা হয়েছে। ইসলামিয়া বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ টিনশেড দ্রুত অপসারণের জন্য সদর থানা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হবে। একই সাথে আয়া নিয়োগ বিষয়টি জেলা শিক্ষা অফিসের এখতিয়ারে নয় এবং প্রধান শিক্ষক পদায়ন সরকারি উচ্চ পর্যায় থেকে সম্পন্ন হয় বলে জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন সনাক সদস্য প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, অধ্যক্ষ শাহিন ইকবাল, ইয়েস লিডার ওসমান গণি, ডেপুটি লিডার সুমা সরকার, ইয়েস সদস্য ফামিহা খান, ইসরাত জাহান এবং টিআইবি’র যশোর অঞ্চলের এরিয়া কোঅর্ডিনেটর আব্দুল হালিম। সভায় বক্তারা বলেন, শিক্ষা খাতে জবাবদিহিতা ও অংশিজনের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত হলে প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত হবে। সনাকের এমন উদ্যোগ ভবিষ্যতেও নীতিনির্ধারণী পর্যায়ে ইতিবাচক প্রভাব রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

