বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বকুলতলায় অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। রবিবার সকাল থেকে বুলডোজার দিয়ে ম্যুরালটি গুড়িয়ে দেওয়ার কাজ চলে। এই স্থানে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ নির্মাণ করা হবে। আজ সোমবার সকাল ১১টায় ভেঙ্গে ফেলা বঙ্গবন্ধু ম্যুরালের জায়গায় ১৪ লাখ টাকা ব্যয়ে এই জুলাই শহীদ স্মৃতিসৌধ নির্মাণ কাজের উদ্বোধন করা হবে।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, ম্যুরাল ভাঙার পর স্মৃতিসৌধ এলাকার প্রাচীর ভেঙে রাস্তার সঙ্গে যুক্ত করা হবে। যা যানজট নিরসনে সহায়ক হবে।
যশোর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ যৌথভাবে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ নির্মাণ করছে। এই প্রকল্পের জন্য ১৪ লাখ টাকা বাজেট ধরা হয়েছে। স্মৃতিসৌধটির উচ্চতা হবে ১৮ ফুট এবং প্রস্থ ছয় ফুট।
তিনি আরও জানান, ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের সময় জনতার মুখে মুখে উচ্চারিত উদ্দীপনামূলক স্লোগানগুলোই এই স্মৃতিসৌধের বিভিন্ন অংশে স্থায়ীভাবে খোদাই করা হবে।
উল্লেখ্য, যশোরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু ম্যুরালটি দক্ষিণ আঞ্চলের সবচেয়ে বড় ম্যুরাল ছিলো। ৫ আগষ্ট তৎকালিন ক্ষমতাসীন রাজনৈতিক দল আ‘লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই ছাত্র জনতা ম্যুরাল ভাংচুর করে। পরবর্তীতে ছাত্র জনতা দ্বিতীয় বার যশোর পৌরসভার বুলডেজার ব্যবহার করে ম্যুরালটি ভেঙ্গে ফেলার চেষ্টা করে।