বাংলার ভোর প্রতিবেদক
যশোরে নিজস্ব কার্যালয়ের জন্য সরকারি জমি বরাদ্দ, আত্মকর্মসংস্থান ও আবাসন নির্মাণসহ ৭ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলার বধির শ্রবণ প্রতিবন্ধী জনগোষ্ঠী। রোববার সকালে যশোর মুক ও বধির সংঘের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে বধির শ্রবণ প্রতিবন্ধীরা তাদের আর্থ-সামাজিক পুনর্বাসন ও ন্যায্য মৌলিক অধিকার নিশ্চিতের জন্য জেলা প্রশাসক আজাহারুল ইসলামের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা উল্লেখ করেন, জেলায় অসংখ্য বধির শ্রবণ প্রতিবন্ধী থাকলেও তাদের জন্য উল্লেখযোগ্য কোনো সহায়তা বা অনুদান বিষয়ে পদক্ষেপ নিতে দেখা যায় না।
স্মারকলিপিতে পেশ করা ৭ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে, সংগঠনের নিজস্ব কার্যালয় স্থাপনে স্থানীয় একখণ্ড সরকারি জমি বরাদ্দ করা। ভবঘুরে ও দরিদ্র বধির সদস্যদের জন্য আত্মকর্মসংস্থান, পুনর্বাসনে আর্থিক সহায়তা ও আবাসন নির্মাণ প্রদান।
সকল বধিরদের জন্য সামাজিক পূর্ণ নিরাপত্তা ও সার্বিক সাহায্য সহযোগিতা এবং আক্রান্ত ভুক্তভোগী সদস্যদের জন্য আইনগত সেবা প্রদান। ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয় হতে খাদ্য সামগ্রি বিতরণ, ভিজিএফ কার্ড ইস্যু এবং জিআর চাল বরাদ্দ প্রদান।
সকল বধিরদের জন্য যাতায়াতের সুবিধার্থে লোকাল গণপরিবহনে হাফ ভাড়া ব্যবস্থা গ্রহণ। সকল বধিরদের জন্য ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনে তফসিলি ব্যাংক হতে সুদযুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান। জাতীয় বধির ঐক্য পরিষদের উদ্যোগে আসন্ন ঢাকায় মহাসমাবেশে ১৫ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপির প্রতি সমর্থন এবং উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণে সার্বিক নিরাপত্তা প্রদান।
স্মারকলিপি প্রদানের সময় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, মাহফুজ রহমান, সুমন হোসেন, শফিকুল ইসলাম, সীমা শিকদার, রজমান আলী প্রমুখ। দাবিগুলো সুবিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা জেলা প্রশাসকের প্রতি আন্তরিক অনুরোধ জানিয়েছেন।