বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে (ডিভোর্সি বউ) বিয়ে করার জেরে আশরাফুল (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিয়াজ হোসেন বাপ্পী (২৮) ও রাজীব হোসেন (১৯) নামে দুজনকে আটক করেছে র্যাব-৬। আটককৃত বাপ্পী ষষ্ঠীতলা এলাকার আব্দুল খালেকের ছেলে ও রাজীব হোসেন একই এলাকার আক্তার হোসেনের ছেলে।
রবিবার বিকেলে র্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মো. রাসেল এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার রাতে যশোর শহরের ষষ্ঠীতলাপাড়া এলাকায় রিয়াজ হোসেন বাপ্পী ও তার সহযোগীরা আশরাফুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আশরাফুলকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহত আশরাফুলের স্ত্রী যশোর কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর অভিযুক্তরা আত্মগোপন করে।
জানা গেছে, নিহত আশরাফুল তার বন্ধু রিয়াজ হোসেন বাপ্পীর সাবেক স্ত্রী সুমাইয়াকে বিয়ে করেছিলেন। বাপ্পী মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় সুমাইয়া কয়েক মাস আগে তাকে তালাক দেন। এরপর সুমাইয়া আশরাফুলকে বিয়ে করলে বাপ্পী ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আশরাফুলকে হত্যার পরিকল্পনা করে।
হত্যাকাণ্ডের পরপরই র্যাব-৬, যশোর ক্যাম্প অভিযুক্তদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বেলা ১১টা ৩৫ মিনিটে যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন চারখাম্বার মোড় এলাকা থেকে মামলার প্রধান আসামি রিয়াজ হোসেন বাপ্পীকে আটক করা হয়। একই দিনে দুপুরের দিকে যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন ভোলা ট্যাংক রোড এলাকা থেকে মামলার তদন্তে প্রাপ্ত আসামি রাজীব হোসেনকেও আটক করা হয়।
র্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মো. রাসেল জানান, আটককৃত রিয়াজ হোসেন বাপ্পীর বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদক আইনে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার কোতোয়ালী মডেল মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।