বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বর্ণাঢ্য আয়োজনে শুক্রবার ‘এক ভূবন, এক ভাষা, চাই সর্বজনীন ইশারা ভাষা’ প্রতিপাদ্যে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে সকালে কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের করা হয় ।

প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম।
তিনি বলেন, বুদ্ধি প্রতিবন্ধীরাও সমাজের মানুষ। তাদের রেখে উন্নয়ন সম্ভব নয়। এ কারণে তাদের সাথে নিয়ে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করতে হবে।

এ সময় বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা, মুখ ও বধির সংঘর সভাপতি তোফাজ্জেল হোসেন মানিক।

উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলামসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ। অনুষ্ঠান পরিচালনা করেন এডাবের সহসভাপতি শাহজান নান্নু।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version