৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করায় যশোরবাসীসহ সর্বস্তরের জনগণকে অভিনন্দন জানিয়ে বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা নেতৃবৃন্দ গতকাল বিকেলে জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করে।
জোটের যশোর জেলা কমিটির সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সভাপতি আবুল হোসেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিম উর রহমান, বাসদের জেলা নেতা আলাউদ্দিন প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ যশোর জেলা বিএনপির কর্মসূচিতে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপির প্রচার পত্র বিতরনে পুলিশের বাধা, লাঠি চার্জ ও জেলা আহ্বায়ক নার্গিস বেগম সহ নেতা কর্মীদের উপর লাঠি চার্জের ঘটনা প্রমাণ করে ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী মত গ্রহণ করার সহিষ্ণুতা হারিয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি

Share.
Exit mobile version