বাংলার ভোর প্রতিবেদক
মানবিক করিডোর, বন্দর-মোহনা, অস্ত্র কারখানা বিদেশিদের করতে না দেয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।
সভায় বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতার সাথে বাংলাদেশের সমুদ্র বন্দর, রাখাইনে তথাকথিত মানবিক করিডোর এবং সামরিক যন্ত্রাংশ তৈরির কারখানা দেয়ার নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়।
শহরের দড়াটানা ভৈরব চত্বরে বিকেল পাঁচটায় বিক্ষোভ শেষে শহরে মিছিল বের করা হয়। এ সময় সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ নেতা শাহজান আলী, সিপিবি নেতা গাজী গোলাম মোস্তফা, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা পলাশ বিশ্বাস, বাংলাদেশ খেতমজুর কৃষক ফ্রন্টের আহমেদ টুটুল, ব্যাটারি চালিত রিক্সা শ্রমিক নেতা আব্দুল জলিল, বিপ্লবী যুব মৈত্রী নেতা মন্জুরুল আলম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার যদি দেশবিরোধী কর্মকাণ্ড ও চুক্তি আগামী ৭ দিনের মধ্যে পরিত্যাগ, সাম্রাজ্যবাদের সাথে সম্পাদিত সকল চুক্তির শ্বেতপত্র প্রকাশ এবং জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি বাতিল না করে তবে সকল কমিউনিস্ট, বাম ও গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণি পেশার সংগঠন ও ব্যক্তিবর্গকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দেয়া হবে। নেতৃবৃন্দ অবিলম্বে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় এ সকল চুক্তি এবং সাম্রাজ্যবাদী তোষণ নীতি থেকে সরে আসার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান।