দক্ষতায় কারো চাইতে কেউ কম না। কাগজের তৈরি একটি বাক্স থেকে তোলার পর; চিরকুটে লেখা শব্দটি মাইক্রোফোনে বলার সাথে সাথেই-সেটির বানান নির্ভুলভাবে অবলিলায় বলে দিচ্ছে একেকজন প্রতিযোগী। শুদ্ধ উচ্চারণে, আকর্ষণীয় ভঙ্গিতে ও অনন্য দক্ষতায় বানান যুদ্ধে জয়ী হতে চলে শিশু শিক্ষার্থীদের তুমুল লড়াই। বাংলা, ইংরেজি ও আরবি ভাষার বিভিন্ন শব্দের শুদ্ধ বানান বলার এমন লড়াইয়ের দৃশ্য যশোর শহরের লালদিঘি পাড়ে ব্রাদার টিটোস হোম’র।
কার্তিকের পড়ন্ত বিকেল তখন ম্রিয়মাণ রোদে সন্ধ্যা অভিমুখী। শিশুদের ব্যতিক্রমী এই স্কুল জুড়ে বানান যুদ্ধ ঘিরে কঁচিকাঁচাদের শোরগোল। যত কঠিন শব্দের বেড়াজাল-ই সামনে আসছে না কেন, তাতে কারোর যেন ‘কুছ পরোয়া নেহি’- এমন ভাবখানা সবার। খুব স্মার্টলি ঝটপট- এ বর্ণের সে বর্ণের পাশে আকার একার লাগিয়ে বলে দিচ্ছে- প্রতিযোগিতায় জানতে চাওয়া শব্দের বানানটি।
শনিবার ‘বিটিএইচ স্পেলিং বি’ শীর্ষক এই প্রতিযোগিতায় ৪টি গ্রুপ থেকে স্কুলটির ৩৩শিক্ষার্থী অংশ নেয়। এতে বিজয়ী হয়েছে স্কুলটির নার্সারির শিক্ষার্থী সামিন আহমদ সাফওয়ান। ফার্স্ট রানার আপ হয়েছে জারিফ ইসলাম ও সেকেন্ড রানার আপ আবরার রহমান জিসান। প্রতিযোগিতায় বিচারিক দায়িত্ব পালন করেন সাংবাদিক সালমান হাসান রাজিব। সঞ্চালকের দায়িত্ব পালন করেন স্কুলটির অধ্যক্ষ আলী আজম টিটো।-সংবাদ বিজ্ঞপ্তি
