বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের মন্ডলপাড়ায় এই চক্ষু চিকিৎসা ক্যাম্প করা হয়। জেলা প্রশাসন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত ক্যাম্পের সহযোগিতা করে সাইটসেভার্স। প্রোগ্রাম বাস্তবায়ন করেছে কাইগু ভিশন, মাসুদুর খান ফাউন্ডেশন, আমরা করবো জয়, ধারা ও বাঁচতে শেখা নামক বেসরকারি প্রতিষ্ঠান।
ক্যাম্পে বিনামূল্যে চোখের রোগীদের ব্যবস্থা পত্র, ওষুধ ও ছানি অপারেশন করা হয়। সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শতাধিক রোগীর ব্যবস্থাপত্র ও ওষুধ দেন যশোর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (চক্ষু) হিমাদ্রি শেখর সরকার ও যশোর মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার (চক্ষু) মাসুম রেজা। বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন আর রশিদ। এসময় উপস্থিত ছিলেন, এনজিও সমন্বয়ক শাহাজাহান নান্নু, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক এঞ্জেলা গোমেজ, ধারার লিপিকা দাস গুপ্তা, মাসুদুর খান ফাউন্ডেশনের শামসুজ্জামান স্বজন, আমরা করবো জয়ের শেখ রফিকুল ইসলাম নয়ন, কাইগু ভিশনের প্রকল্প পরিচালক তরিকুল ইসলাম।