বাংলার ভোর প্রতিবেদক
যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত ৭ দিনব্যাপি বিভাগীয় এসএমই পণ্য মেলার পর্দা নেমেছে। শনিবার সন্ধ্যায় টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে মেলার সমাপনীতে সেরা স্টলের ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু। আনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নাসিব যশোরের সভাপতি সাকির আলী। নারী উদ্যোক্তাদের মধ্যে সুফিয়া খাতুন রেখা ও ইয়াসমিন সুলতানা বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন।
আলোচনা সভা শেষে মেলায় অংশগ্রহণকারী ৬০ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে অংশগ্রহণ সনদপত্র ও সেরা স্টলের সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। এ বছর বিভাগীয় এসএমই পণ্য মেলায় প্রথম স্থান অধিকার করেছে যশোর কেন্দ্রীয় কারাগার, দ্বিতীয় স্থানে রকমারি হস্তশিল্প ও সানন্দা এবং বুটিক মিনি গার্মেন্টস, তৃতীয় স্থানে শ্রেষ্ঠা ফ্যাশন, চতুর্থ স্থানে মেঘবালা ক্র্যাফট, ৫ম স্থানে আশ^াস প্রকল্পের সারভাইভারদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় স্টল এবং দোলা হোম মেড ফুডস্। বিশেষ ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে রতন এন্ড রিপন ক্রিকেট ব্যাট কারখানা, সাদ্দাম কুটির শিল্প ও রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপকে।
গত ১ জুন আনুষ্ঠানিকভাবে যশোর টাউন হল ময়দানে ৭ দিনব্যাপি বিভাগীয় এসএমই পণ্য মেলার আয়োজন করা হয়। মেলায় ৬০ টি স্টলে উদ্যোক্তারা তাদের শিল্পকর্ম প্রদর্শন ও বিক্রির সুযোগ পায়। মেলায় শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা ছিলো। তাছাড়া উন্মুক্ত মঞ্চে প্রতিদিন যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মনোমুগ্ধকর পরিবেশনার আয়োজন মেলায় ভিন্ন মাত্রা যোগ করেছিল।