বাংলার ভোর প্রতিবেদক
যশোরে অন দ্যা সাইড অফ হিউম্যানেটি প্রতিপাদ্য স্লোগানে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে র‍্যালি, চিত্রাংকন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে জেলা ইউনিট।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা গোলাম রেজা দুদু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খানসহ অন্যন্য।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এই তরুণ প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ এবং তাদের মধ্যে মানবতাবোধ ও সেবার মানসিকতা জাগ্রত করা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, জেলা প্রশাসন সর্বদা রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির পাশে আছে এবং থাকবে। আমরা বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুস্থ, সুন্দর ও সহানুভূতিশীল সমাজ গড়ে তুলতে সক্ষম হব।
উদ্বোধন শেষে শহরে আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।#
Share.
Exit mobile version