বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’ শীর্ষক প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠান জুড়ে ছিলো শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক পর্ব। রোববার সকালে জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে শিশু একাডেমির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখার সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন।
আলোচনা সভার শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস। শিশুদের মধ্যে বক্তব্য রাখেন যশোর কালেক্টরেট স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী লাবণ্য লতা সাহা, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর শিক্ষার্থী রুফফা নূর জারিয়াহ, যশোর জেলা স্কুলের ১০ শ্রেণীর শিক্ষার্থী শুভজিৎ সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, আমরা সংস্কারের জন্য লড়াই করছি। আগের চিন্তা, চেতনায় সংস্কার হবে না। আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। একজন জেলা প্রশাসক, একজন বাবা হিসেবে আমি শিশুদের সকল যৌক্তিক দাবির সাথে একমত। শিশুদের প্রতি আমাদের দাবি মানুষের মত মানুষ হতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমরা চাই শিশুরা ভালো মানুষ হোক। তারা যে কোনো ধরণের অন্যায় থেকে বিরত থাকুক। শিশুরা সহশিক্ষা কার্যক্রম মুখী হোক। শিশু দিবসে শিশুদের দাবি পূরণে যেখানে যা যা করার প্রয়োজন জেলা প্রশাসক হিসেবে আমি যেটা করব।