বাংলার ভোর প্রতিবেদক
‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’ এই প্রতিপাদ্য স্লোগানে যশোরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন শুরু হয়েছে। সোমবার দুপুরে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এই সপ্তাহের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি শিশুদের অধিকার নিশ্চিত করা এবং তাদের মানসিক ও শারীরিক বিকাশের উপযুক্ত পরিবেশ তৈরি করার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) খান মাসুম বিল্লাহ, পুলিশ ইন্সপেক্টর রফিকুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

জেলা শিশু একাডেমি আয়োজিত এই কর্মসূচি সপ্তাহব্যাপি চলবে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো শিশুদের কথা শোনা এবং তাদের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version