বাংলার ভোর প্রতিবেদক
বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে যশোরে বিশ্ব হাত ধোয়া দিবস ও বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ ও ‘হাতে দেখলে সাদা ছড়ি এগিয়ে এসে সহায়তা করি’ এই দুই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে যশোরে বিশ্ব হাত ধোয়া দিবস ও বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার দিবস দুটি উপলক্ষে যশোর কালেক্টারেট চত্বরে পৃথকভাবে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।
অনুষ্ঠান দুটিতে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শাহীন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
এদিকে বিশ্ব হাত ধোয়া দিবস দিবস উপলক্ষে কালেক্টরেট চত্বরে হাত ধোয়া প্রদর্শন করা হয়।
শিরোনাম:
- এনসিপির জুলাই পদযাত্রা যশোরে
- ‘সকলের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব নয়’
- ‘যশোর জেলায় ৮০ হাজার টিসিবি কার্ড বাতিল হয়েছে’
- বাঘারপাড়ায় নিজ ঘরের স্টিলের বাক্সে গৃহবধূর মরদেহ উদ্ধার
- যশোর শিক্ষাবোর্ড : শীর্ষে যশোর জেলা তলানীতে মেহেরপুর
- যশোর বোর্ড : শতভাগ পাস ৭৫ স্কুল, শতভাগ ফেল দুটিতে
- অতীতের মত জনগণের সুখ-দুঃখের সাথী হতে হবে : নার্গিস বেগম
- ধর্ম মানুষের উপকারের কথা বলে, বিভেদ নয় : অমিত