বাংলার ভোর প্রতিবেদক
যশোর সরকারি কলেজে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত প্রভাষকরা। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের উদ্যোগে রোববার সকাল থেকে দুপুর যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ও যশোর সরকারি মহিলা কলেজে এ কর্মসূচি পালন করছেন তারা। এতে সংহতি প্রকাশ করে পদোন্নতি বঞ্চিত প্রভাষকরা ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকেরা অংশ নেন। শিক্ষক নেতৃবৃন্দ জানিয়েছেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২তম থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতিযোগ্য শিক্ষকরা সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন। আন্দোলনের মাঝে শিক্ষা মন্ত্রণালয় প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পর্যায়ে পদোন্নতির ডিপিসি সভা সম্পন্ন করার পরও সরকারি আদেশ জারির মুহূর্তে আটকে যাচ্ছে ১২ বছর ধরে পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডারের প্রায় ২৫০০ প্রভাষকের পদোন্নতি। তারা ৩২তম ব্যাচ থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতি যোগ্য সকলের পদোন্নতি চান। তাদের দাবি সরকার ইচ্ছে করলেই এ পদোন্নতি দিতে পারে। এজন্য দাবি আদায়ে রোববার থেকে দেশের সকল সরকারি কলেজে নো প্রমোশন, নো ওয়ার্ক কর্মসূচি পালন করছেন তারা। একই দাবিতে সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পাসে কামবিরতি পালন করেন যশোর সরকারি মহিলা কলেজের শিক্ষকেরা।
শিরোনাম:
- যশোরের চারটি আসন : ভোটের মাঠে জামায়াতের পাশাপাশি মনোনয়ন বঞ্চিতদের সাথে লড়াইয়ে ধানের শীষের প্রার্থীরা
- রাইটস যশোরে ভোটার এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ
- যশোরে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত
- যশোরে বিসিএসধারী প্রভাষকদের পদোন্নতির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি
- তরিকুল ইসলামের মৃত্যুবাষিকী উপলক্ষে কিরাতুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- যুগীপুকুরে মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত
- শার্শায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
- ঝিকরগাছায় মিজান খানের মোটরসাইকেল শোডাউন
