বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বিসিক উদ্যোক্তা মেলা ও একুশে গ্রন্থমেলার উদ্বোধন করা হয়েছে। বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) রফিকুল হাসান। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) যশোর কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আজ (শুক্রবার) বিকালে মুন্সি মেহেরুল্লাহ ইনস্টিটিউট ময়দানে ১০ দিনব্যাপী এ মেলার উদ্বোধন শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেলায় যশোর কেন্দ্রীয় কারাগারের কয়েদিদের তৈরি বাঁশ-বেত-তাঁত প্রভৃতি পণ্যে, উদ্যোক্তাদের থ্রি-পিস, শাড়ি, পাঞ্জাবি, শিশুদের ড্রেস, নকশীকাঁথাসহ বুটিক-বাটিকের হরেক রকম পণ্যে, হস্তশিল্প, মৃৎশিল্প, খেলনা সামগ্রী, কাঠের শো-পিচ, জুয়েলারি, নকশি পিঠা, মধু, খেজুরগুড়-পাটালিসহ বিভিন্ন ধরণের দেশজ পণ্যর সমাহার রয়েছে। সেই সাথে চিত্ত বিনোদনের জন্য প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় আয়োজন করা হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ মেলায় মোট ৬৯ টি স্টল থাকছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলায় অংশগ্রহণ করতে পেরে খুশি উদ্যোক্তারা। আগামীতেও এই আয়োজন অব্যাহত থাকবে প্রত্যাশা তাদের।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ফরিদা ইয়াসমিন, নাসিব জেলা শাখার সভাপতি সাকির আলী, এমইউসী ফুডস্ লিমিটেড বিসিকের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল দাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন। সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবিব পারভেজ ও যশোর কালেক্টরেট স্কুলের সহকারী শিক্ষক মিনারা খন্দকার।