বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বেসরকারি উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশের ১১তম প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে যশোর শহরের ঢাকা রোড কাজীপাড়ায় কেন্দ্রটির উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্থাটির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জাকির হোসেন।
শুরুতে শান্তির প্রতীক পায়রা উড়ানো, রিমোট চেপে এবং ফিতা কেটে প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এরপর মোনাজাত করা হয়। পরে সম্মেলন কক্ষে সংস্থাটির উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে আলোচনা করা হয়।
শুরুতেই ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান প্রতিষ্ঠাতা পরিচালক (অর্থ) এম মোশারফ হোসেন ও পরিচালক অপারেশন ফারমিনা হোসেন।
আলোচনা সভায় খুলনা বিভাগীয় ব্যবস্থাপক আল আমিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান অতিথি সংস্থাটির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা প্ররিচালক সিরাজুল ইসলাম, সহকারী পরিচালক মনিটরিং ও ইনভেস্টিগেশন খন্দকার মুখলেছুর রহমান, সহকারী পরিচালক প্রশাসন বিভাগ এরশাদ আলম, ব্যুরো বাংলাদেশের প্রশিক্ষণ বিভাগের প্রধান মেহনাজ আজিজ, যশোর এফএনবি সভাপতি আল মাসুদুর রহমান, জাগরনী চμ ফাউন্ডেশন উপ নির্বহী পরিচালক মেরিনা আক্তার, আর্স বাংলাদেশ নির্বাহী পরিচালক সামছুল আলম, শিশু নিলয় ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক নাছিমা বেগম, শুভেচ্ছা বক্তব্য দেন বুরো বাংলাদেশের সদস্য সোমা রানি প্রমুখ। অনুষ্ঠনে স্বগত বক্তব্য রাখেন যশোর আঞ্চলিক ব্যবস্থাপক সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, দেশ ও মানুষের উন্নয়নে কাজ করে চলছে বুরো বাংলাদেশ। এই ধারাবাহিকতায় নতুন এই প্রশিক্ষণ কেন্দ্রের মাধমে এ অঞ্চলের অগ্রযাত্রা আরো সুদূরপ্রসারী হবে। এ অঞ্চলের মানুষের থাকা ও প্রশিক্ষণে আধুনিক মানের এই সেন্টারটি অগ্রগণ্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
একই সাথে এ অঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি সেক্টরে ব্যুরো বাংলাদেশ তাদের কার্যক্রম আরো অগ্রসর করতে আহবান জানান বক্তারা। এছাড়াও সকলকে সংস্থাটির পাশে থাকারও আহবান জানিয়েছেন তারা।