বাংলার ভোর প্রতিবেদক

যশোরে আগামী ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে যশোর ঈদগাহ মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকালে কালেক্টরেট সভাকক্ষে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, ১৯ জুলাই বিকেল ৪টায় মেলার উদ্বোধন করা হবে। বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল জানান, মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। গত বছরের মতো এবারও সরকারি ও বেসরকারি নার্সারিগুলো মেলায় অংশ নিতে পারবে এবং অংশগ্রহণকারী সকল নার্সারিকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হবে।

সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবীব, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল।

সভায় বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ক্রমবর্ধমান নগরায়ণ ও শিল্পায়নের ফলে পরিবেশের ওপর যে বিরূপ প্রভাব পড়ছে, তা মোকাবিলায় বৃক্ষরোপণই একমাত্র কার্যকর সমাধান।

তারা আরও বলেন, বৃক্ষমেলা সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করবে এবং পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version