বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ফেনসিডিল ও বিদেশি মদসহ দুই দেশের দুইজন নাগরিক আটক হয়েছেন। শনিবার সকালে যশোর-নড়াইল মহাসড়কে তারাগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করে ৪৯ বিজিবির সদস্যরা। আটকরা হলেন, ভারতের বর্ধমান জেলার নাদনঘাট থানার ভারপ্রাপ্ত ধোবা গ্রামের ইন্দ্রজিৎ হালদার ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের জাহাঙ্গীর আলম।

৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ বাজার এলাকায় পাকা রাস্তার উপর হতে ১২৫ বোতল ফেনসিডিল এবং ৪ বোতল বিদেশি মদসহ দুই জনকে আটক করা হয়েছে। মামলা দায়ের করে আসামিসহ মাদকদ্রব্য যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Share.
Exit mobile version