বাংলার ভোর প্রতিবেদক
যশোরে আজ রোববার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপি ভূমি মেলা। ‘ভূমি আমার ঠিকানা’ স্লোগানে আয়োজিত এই মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত। ভূমি সংক্রান্ত সকল সেবা এক ছাদের নিচে নিয়ে আসা এবং জনসাধারণকে ভূমি বিষয়ক তথ্য জানাতে এই মেলার আয়োজন করা হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এই সংক্রান্ত তথ্য জানিয়ে প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী কমিশনার আকলিমা আক্তার, সহকারী কমিশনার সামিউল আলম।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার জানান, ভূমি সংক্রান্ত সেবা মানুষের কাছে পৌঁছে দিতেই এই মেলা। মেলার মাধ্যমে মানুষকে অনলাইনে সেবা পেতে সচেতন করা হবে। মেলায় আগত পর্যটকরা সরাসরি অনলাইন সেবা গ্রহণ করতে পারবেন।
তিনি আরও বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে মেলার উদ্বোধন হবে রোববার সকাল সাড়ে ১০টায়। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি বের হবে।
মেলায় আগত সেবাপ্রার্থীরা ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত সেবা বুথ থেকে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, ই-পর্চাসহ ভূমি বিষয়ক সকল সেবা গ্রহণ করতে পারবেন। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে এই সেবা প্রদান করা হবে। এছাড়াও, সদর উপজেলা ব্যতীত সকল উপজেলায় সেবা বুথ থেকে একই সময়ে সেবা প্রদান করা হবে।
ভূমি সেবা সপ্তাহের শেষ দুই দিন জনসচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এই কার্যক্রমগুলো কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় এবং অন্যান্য উপজেলায় সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি)’র তত্ত্বাবধানে পরিচালিত হবে।
মেলার সমাপনী দিনে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সভাকক্ষ ‘অমিত্রাক্ষর’-এ একটি সেমিনার এবং সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।