♦কমিটির সভাপতিসহ মুসল্লিদের ওপর হামলা মারপিট আহত-৮
বাংলার ভোর প্রতিবেদক
যশোরে মসজিদ কমিটির সেক্রেটারি কায়েম উদ্দিনের নারী কেলেঙ্কারি ফাঁস করায় ৮ মুসল্লিকে মারপিট করা হয়েছে। গতকাল শুক্রবার সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বটতলা জামে মসজিদে এই ঘটনাটি ঘটেছে। এই নিয়ে এলাকায় টানটান উত্তেজনা ডিবরাজ করছে।
স্থানীয়রা জানিয়েছে, গতকাল শুক্রবার জুম্মার নামাজ বাদ যশোর সদরের ফতেপুর বটতলা জামে মসজিদ কমিটির সভাপতি, সাবেক মেম্বার ও মুসল্লীরা দাবি করেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বর্তমান মেম্বার কায়েম উদ্দিন দীর্ঘদিন যাবত বিভিন্ন অসামাজিক কর্মকান্ডের সাথে জড়িত।
তার একাধিক নারী কেলেঙ্কারিতে স্বামী সংসার হারিয়ে সর্বস্বান্ত হয়েছে অনেক মেয়েরা। স্থানীয় এক প্রবাসীর স্ত্রীকে একাধিকবার বিয়ে ও একাধিকবার তালাক দেওয়া ঘটনা কি মসজিদে বসেই অস্বীকার করেন কায়েম উদ্দিন। আর শুক্রবার জুম্মার নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা প্রমাণ স্বরূপ কাবিন নামা ও তালাকনামা হাজির করেন, মসজিদ কমিটির সভাপতি নিকট। এতে ক্ষিপ্ত হয়ে কায়েম উদ্দিন তার লোকজন নিয়ে মুসল্লিদের উপর হামলা চালায়।