বাংলার ভোর প্রতিবেদক
যশোরে রাসূলকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও কুশপুত্তলিক দাহ করা হয়েছে। ইসলাম ধর্ম ও রাসুল হযরত মুহাম্মাদকে (সা.) কে নিয়ে ভারতে হিন্দু পুরোহিতদের কটুক্তির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমান।

বৃহস্পতিবার দুপুরে শহরতলীর পুলেরহাট মোড় থেকে ভারতের বিজেপির অনুগ্রহ প্রাপ্ত ধর্মগুরু রামগিরি মহারাজ কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে কটুক্তি করায় যশোর জামি’আ মাদানিয়া মাদ্রাসার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ এবং মিছিলটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, রাসূল (সা.) আমাদের মা বাবা আত্মীয় স্বজন শিক্ষক সবার উপরে। রাসূলের মান ইজ্জত রক্ষায় আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। যারা আল্লাহর রাসুল (সা.) কে নিয়ে কটুক্তি করেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিতে হবে।

বক্তারা আরো বলেন, শুধু ভারত নয় বিশ্বের যে কোন দেশে রাসূলকে নিয়ে কটুক্তি করলে তা মেনে নেয়া হবে না বলে জানান বক্তারা। ভারতের এই এহেন কর্মকাণ্ডের জন্য ভারতীয় দূতাবাসে জিজ্ঞাসাবাদ করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলীর প্রতিও আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জামি’আ মাদানিয়া যশোর-এর মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা হারুনুর রশীদ কাসেমী, প্রধান মুফতি জুবায়ের তাশফিন, শিক্ষা সচিব মুফতি আতাউল্লাহ, যুব জমিয়ত বাংলাদেশের সদস্য মুফতি হাসান মুহাম্মদ শহীদ, মোহাম্মদ রুহুল আমিন, তরুণ প্রজন্ম আলেম এর নির্বাহী পরিষদ সদস্য আবু দারদা নাঈমসহ আরো অনেকে। পরে রামগীরী মহারাজের কূশপুত্তলিকা দাহ করা হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version