বাংলার ভোর
যথাযোগ্য মর্যাদায় যশোর মহান মে দিবস পালিত হয়েছে। সকালে বেলুন উডিয়ে এ দিবসের উদ্ধোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। পরে কালেক্টরেট চত্বর থেকে শহরে র্যালি বের হয়। র্যালিটি দড়াটানা, মুজিব সড়ক হয়ে জজকোর্ট মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালির আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, সকলে মিলে একটি সন্দুর দেশ গড়তে হবে। মালিক শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা যাবে না। যদি দ্বিমতের সৃষ্টি হয় তাহালে আপস করতে হবে।
কোন প্রকার দ্বন্দ্বে জড়ানো যাবে না। তিনি বলেন, একটি মহল এ দ্বন্দ্বকে কাজে লাগিয়ে দেশের শৃঙ্খলা নষ্ট করতে চাইছে।
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা রুখে দিতে হবে। র্যালি শেষে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ নিজের মতো করে অনুষ্ঠান করবে। এ দিবস উদযাপনকে কেন্দ্র করে কোনো সহিংসতা না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাড সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই -আলম সিদ্দিকী, চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, জেলা ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুুবুর রহমান মজনু প্রমুখ।